সাইকোহেলথ নিউজ ডেস্ক
আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে করোনাভাইরাসের প্রায় ২১ লাখ টিকা। এর একটি অংশ আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আরেকটি পাওয়া যাবে জাতিসংঘের ভ্যাক্সিন উদ্যোগ কোভ্যাক্স থেকে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, মে মাসের প্রথম সপ্তাহে বেক্সিমকো আনছে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা। আর কোভ্যাক্স থেকে পাওয়া যাবে ফাইজার উৎপাদিত ১ লাখ টিকা।
এর আগে, গতকাল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছিলেন, টিকা আনার জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে।