আজ ডেঙ্গুতে আক্রান্ত ৮৫, মৃত্যু নেই

ডেঙ্গু রোগের প্রকোপ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। বছরের প্রথম দিন সুখবর পেল নাগরিকরা।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। এ সময় হাসপাতালগুলো থেকে কোনো ডেঙ্গু রোগী ছাড়া পায়নি।

গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন নারী। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২৬ থেকে ৩০ বছর বয়সী ৭ জন।

ডেঙ্গুতে আগের দিন দুজনের মৃত্যু হয়েছিল। তাঁদের নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বছরে মৃত্যুর রেকর্ড এটি।