সাইকোহেলথ নিউজ ডেস্ক
আরো তিন কোটি ডোজ করোনার টিকা আমদানির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। একই সাথে যারা দেশেই টিকা উৎপাদন করতে পারবে, তাদের প্রস্তুতি নেয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ অর্জন উপলক্ষে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এই অর্জনকে টেকসই করার আহ্বান জানান। সরকারের নিরলস পরিকল্পনা, পরিশ্রম ও প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, টার্গেট অনুসারে জনগণকে টিকা দেয়ার পর টিকা নেবেন তিনি।
ডিজিটাল বাংলাদেশ সচল রাখতেই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে আল জাজিরা সত্য না মিথ্যা বলেছে, জনগণই তা বিচার করবে।