সাইকোহেলথ নিউজ ডেস্ক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠান বা সংগঠনের ক্ষেত্রে ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে দু’জনের বেশি প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যোবেক্ষণ শেষে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, মাস্ক ছাড়া কাউকে শহীদ মিনারের বেদিতে যেতে দেয়া হবে না।
একুশে ফেব্রুয়ারিকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। স্বাস্থ্যবিধি মেনে এবং তল্লাশির মধ্য দিয়েছে সবাইকে সেখানে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। দিনটিকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতার হুমকি নেই বলেও জানান তিনি।
মহান শহীদ দিবসে নিরাপত্তা রক্ষায় গোয়েন্দাসহ পুলিশের একাধিক ইউনিট কাজ করবে। একইসাথে গুরুত্ব দেয়া হচ্ছে জন নিরাপত্তাকে। এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজও প্রায় শেষ পর্যায়ে।