সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে করোনা পরিস্থিতি আবারো খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত মাসের মাঝামাঝি আক্রান্তের সংখ্যা ছিলো তিনশ’র কম, ৪ জানুয়ারি এই সংখ্যা আটশ’র কাছাকাছি। দুই সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার এক শতাংশ থেকে লাফিয়ে চার শতাংশ ছুঁইছুঁই।
শনাক্তদের মধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংখ্যা উলেখযোগ্য বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ অবস্থায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ১৫টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় সাতদিনের মধ্যে তা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগকে সুপারিশ করা হয়েছে।
সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ১৫ দফা সুপারিশ উপস্থাপন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেসব সুপারিশের বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত দেয়ার কথা থাকলেও, দুপুরে সেই সময় কমিয়ে সাতদিনে নামিয়ে আনা হয়েছে।
তবে, বিকেলেই অমিক্রন ঠেকাতে ১৫ দফা দির্দেশনার বিজ্ঞপ্তি পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এসব নির্দেশনার মধ্যে মাস্ক পরাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে সকল ধরনের জনসমাগম।