ইন্টারন্যাশনাল ডেস্ক
চীনের একশ’ এক কোটিরও বেশি মানুষ করোনার টিকা সম্পন্ন করেছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এই ঘোষণা দিয়েছে। তারা জানায়, কমপক্ষে দুই ডোজ টিকা নিয়েছেন ১৪০ কোটি মানুষের মধ্যে ১০১ কোটিরও বেশি জন। যা মোট জনসংখ্যার ৭০ শতাংশের বেশি।
হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং জানান, সেপ্টেম্বর পর্যন্ত চীনের হাতে আসে মোট ২১৬ কোটি ডোজ টিকা। এর মধ্যে ২০২ কোটিও বেশি ডোজ দেয়া সম্পন্ন হয়েছে। টিকা কর্মসূচি শুরু পর এই টিকা দিতে চীন সময় নিয়েছে ১০ মাসেরও কম।
চীনে গত বছর স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ টিকা কর্মসূচি। এর আওতায় আনা হয় ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে। সিনোফার্ম ছাড়াও এখন পর্যন্ত অন্তত ছয়টি টিকার অনুমোদন দিয়েছে চীন। যদিও এসব টিকা করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটুকু কার্যকর, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বর্তমানে করোনার বিরুদ্ধে লড়ছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশ। যেখানে সংক্রমণ চলছে ডেল্টা ভ্যারিয়েন্টের। এর বাইরে টিকা কর্মসূচিতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে সবার আগে রয়েছে চীন।
এখন পর্যন্ত মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের টিকা সম্পন্ন করতে পেরেছে কেবল যুক্তরাষ্ট্র ও জাপান। এক্ষেত্রে ৬০ শতাংশ অতিক্রম করেছে জার্মানি ও ব্রিটেন। আর মাত্র ১৫ শতাংশ মানুষের দুই ডোজ টিকা দিতে পেরেছে ভারত।