সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় দেশে আরো ২৬১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৪১১। এর মধ্যে ঢাকা বিভাগেই শতাধিক মানুষের মৃত্যু হয়। সবশেষ ২৪ ঘণ্টায় সাড়ে ৩১ হাজারেরও বেশি নমুনা পরীক্ষায় ৮ হাজার ১৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
করোনার দ্বিতীয় হটস্পট চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে ৬২ জনের। এছাড়া খুলনা বিভাগে মারা গেছে তৃতীয় সর্বোচ্চ ৪৫ জন।
মৃতদের মধ্যে ১৫২ জন পুরুষ, আর মহিলা ১০৯ জন। মৃত ২৬১ জনের মধ্যে ২০৯ জনই পঞ্চাশোর্ধ্ব।
২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৫.৬৫ শতাংশ। যা গত ১০ দিনে সর্বনিম্ন। এর মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। সুস্থতার হার ৮৮.৪৯ শতাংশ।