৯ দিনের মাথায় আবারও করোনায় মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

৯ দিনের মাথায় করোনাভাইরাসে দেশে আবারো মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় এ যাবৎকালে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানী হলো ২১ হাজার ৯০২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় ৪৬ হজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ হাজার ৭৪৪ জনকে আক্রান্ত পাওয়া গেছে।

দেশের ৭০৭টি ল্যাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৬ হাজার ৫২২ জনের নমুনা জমা পড়ে। এর মধ্যে আগের নমুনাসহ ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.১২ ভাগ।

গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ১৪০ জন পুরুষ এবং ১২৪ জন নারী। এর আগে, গত ২৭ জুলাই দেশে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো। মৃত্যু বিবেচনায় এখনও এগিয়ে ঢাকা বিভাগ।

এ বিভাগে ৮৭ জন, চট্টগ্রামে ৫৬ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৩৫ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ২৩ জন, রংপুরে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছে।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।