সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ২৭ জন নারী। এ নিয়ে দেশে করোনায় প্রাণ গেলো ১৩ হাজার ৫৪৮ জনের। এর আগে গত ২৯ এপ্রিল মারা গিয়েছিলেন ৮৮ জন।
২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা করা হয় ২২ হাজার ২৩১টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৬৪১ জনের। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮। রোববার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এদিন করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ৩২ জন। এছাড়া ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল ও রংপুর বিভাগে দু’জন, সিলেটে দু’জন এবং ময়মনসিংহে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত ৮২ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ৯ জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ২১ জন এবং ষাটোর্ধ্ব ৩৮ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।