২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৯৫, শনাক্তও নিম্নমুখী

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরো ৯৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৩ জনে।

নিম্নমুখী রয়েছে শনাক্তের প্রবণতা। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সবশেষ প্রায় সাড়ে ২৮ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.০৭ শতাংশ।

বিপরীতে বেড়েছে সুস্থতার হার। নতুন করে ৭ হাজার ৭২ জন সুস্থ ওয়ায়, এই হার দাঁড়িয়েছে প্রায় ৮৭ শতাংশে।

এদিকে, করোনার ভয়াবহ পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর আবারো ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সংক্রমণ ও মৃত্যুর উর্ধ্বগতির কারণ এবং সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিষ্ঠানের মূখপাত্র ও পরিচালক নাজমুল হাসান জানান, স্বাস্থ্যবিধিতে শিথিলতা আর নতুন ভেরিয়েন্টের কারণে হঠাৎ করে লাগামহীন হয় করোনা পরিস্থিতি। তবে সর্বাত্মক লকডাউনে নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে করোনার ভয়াবহতা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অক্সিজেনের ঘাটতি পূরণে সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ বাড়ানো হয়েছে। সর্বাত্মক লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চললে আগামী দু’সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

এ সময় স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়।