করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০১, শনাক্ত ২,৯২২

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ১১ হাজার ৫৩ জন। এর আগে গতকাল ৮৩ ও গত পরশু ৮৮ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯২২ জনের। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০১ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৯ জন নারী। তাদের মধ্যে ষাটোর্ধ্ব ৬৫ জন, ৫১-৬০ বছরের ১৮ জন, ৪১-৫০ বছরের ১১ জন, ৩১-৪০ বছরের তিনজন, ২১-৩০ বছরের তিনজন এবং ১০ বছরের নিচে একজন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৩০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৫৭ হাজার ৪৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।