সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের লাগাম টেনে ধরতে সারাদেশে চলমান সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিনে এত মানুষের মৃত্যু হলো। যা দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িলো ১৫ হাজার ৩৯২।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এই একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
এর আগে, গতকাল সোমবার (৫ জুলাই) করোনায় দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জন।