দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬১, শনাক্ত ১,৯১৪

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৬১ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৩৬ জন পুরুষ ও ২৫ জন মহিলা। মৃতদের ২৮ জনই ঢাকা বিভাগের।

এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭০৫। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬।

পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৮.৭১ শতাংশ। ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।