সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ১৮ জন মহিলা। ঢাকা বিভাগেই মারা গেছেন ২৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৭৫৫।
২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৭৪২ জন। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৮.৫৯ শতাংশ।
২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন, ৩ হাজার ৪৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।