সাইকোহেল্থ নিউজ ডেস্ক
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে মারা যান তিনি। হুমায়ুন কবীর শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে হুমায়ুন কবীরকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। সে সময়ই তাকে ক্লিনিক্যালি ডেড মনে হয়েছে। দ্রুত তাকে নেয়া হয় আইসিইউতে। রাত পৌনে ১০টার দিকে চিকিৎসকরা হুমায়ুন কবীরকে মৃত ঘোষণা করেন।
হুমায়ুন কবীর খোকন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন কি-না সে বিষয়ে এখনও নিশ্চিত করে জানা যায়নি। পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
হুমায়ুন কবির খোকনের জন্মসাল ১৯৭৩। তার মৃত্যুতে সাংবাদিক মহলে নেমেছে শোকের ছায়া। করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে সাধারণ ছুটি ও অধিকাংশ স্থানে লকডাউন ঘোষণা করা হলেও খবরের প্রয়োজনেই বিরতিহীন কাজ করে চলেছে গণমাধ্যমগুলো। এই খাতে সরকারি প্রণোদনা এবং জীবন বীমা বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে মনে করছেন সাংবাদিকরা।