সাইকোহেলথ নিউজ ডেস্ক
কাল মহাদশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ দিন শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। ভক্তদের মনে তাই বিদায়ের সুর।
এর আগে আজ বৃহস্পতিবার উদযাপিত হয় মহানবমী। সকাল থেকে মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। আরতি ও অঞ্জলি যজ্ঞে দেবীর অরাধনা হয় প্রতিটি পূজা মণ্ডপে। মহানবমীতে শঙ্খ ধ্বনিতে মুখরিত রাজধানীসহ দেশের প্রতিটি মন্দির।
মণ্ডপে মণ্ডপে এখন চলছে দেবীর আরাধনা। ফুল, অঞ্জলি আর আম কাঠ, পাটখরিতে ঘি বেল পাতায় যজ্ঞ। ভক্তদের আনাগোনাও তাই বেড়েছে কয়েক গুণ। আরাধনায় মগ্ন তারা।
আশ্বিন মাসে প্রায় ১০ দিন ধরে পালিত হয় দুর্গা পূজা। যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু ষষ্ঠী থেকে। পুরোহিতরা জানান, করোনা পরিস্থিতিতেই এবার দেবী ঘোড়ায় চড়ে মর্তে আবির্ভূত হয়েছেন।
রাজধানী মন্দিরগুলোয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। আয়োজকরা ব্যস্ত মন্দির পরিচালনায়।