সাইকোহেলথ নিউজ ডেস্ক
কুমিল্লা-৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও দলের কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। গত ৩০ জুলাই আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৪ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। এছাড়া প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর এই আসনে ভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএমে।
১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কুমিল্লা-৭ আসন গঠিত। এর ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৫৯৩ জন এবং নারী ১ লাখ ২৭ হাজার ১২৮ জন।