বাড়ি পেলো ৬৬ হাজার ভূমিহীন পরিবার। মুজিববর্ষের সর্ববৃহৎ উৎসব- প্রধানমন্ত্রী

আশ্রয়ন প্রকল্প

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সাইকোহেলথ নিউজ ডেস্ক

মুজিব শতবর্ষের উপহার হিসেবে জমিসহ বাড়ি পেলো দেশের ৬৬ হাজার ভূমি ও গৃহহীন পরিবার। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই উপহার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সবাই যাতে মানসম্মতভাবে বাঁচতে পারে, সেজন্য কাজ করছে সরকার। শিগগিরই আরো এক লাখ বাড়ি নির্মাণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

দেশের ৪৯২টি উপজেলায় তিন মাসের মধ্যে খাস জমি উদ্ধার করে ঠিকাদার ছাড়াই জনপ্রতিনিধিদের মাধ্যমে এই সব ঘর নির্মাণ করে উপজেলা প্রশাসন। গৃহহীনদের জন্য অল্প সময়ের মধ্যে এত বেশি ঘর তৈরি বিশ্বে নজিরবিহীন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মুজিববর্ষে দেশের কোন মানুষই ঠিকানাহীন থাকবে না। টিনশেডসহ দুই কক্ষের বাড়ি ও জমির বাজার দর ৫ থেকে ১০ লাখ টাকা। অনুষ্ঠানে অনলাইনে উপকারভোগী কয়েকজনের সাথে কথাও বলেন প্রধানমন্ত্রী।

মুজিববর্ষে আজকের দিনটি দেশবাসীর জন্য সবচেয়ে বড় উৎসব বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নদী ভাঙ্গনের শিকার এবং দুর্যোগে ক্ষতিগ্রস্থরা ঘর পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান প্রধানমন্ত্রী।