সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনামুক্ত পৃথিবী গড়তে সবার জন্য টিকা নিশ্চিত করতে বিশ্বনেতাদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে তিনি বলেন, জর“রি ভিত্তিতে টিকা বৈষম্য দূর না করা পর্যন্ত বিশ্বে কেউই পুরোপুরি নিরাপদ নয়। এসময়, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী।
করোনা মহামারিতে এবারও সীমিত পরিসরে আয়োজন করা হয় জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন। গতবার ভার্চুয়ালি অংশ নিলেও এবার সশরীরে বিশ্বনেতাদের উদ্দেশ্যে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করোনা টিকার ন্যায্য হিস্যা, ফিলিস্তিনের পাশে দৃঢ় অবস্থান, রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তনসহ ছয়টি ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট পাঁচ বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাই আরো গঠনমূলক উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, করোনার মধ্যেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে শান্তিরক্ষী বাহিনী। তাদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।
সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে জাতিসংঘের মঞ্চ থেকে কাজ করতে সদস্য দেশগুলোর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।