সাইকোহেলথ নিউজ ডেস্ক
কোভিড-১৯ প্রতিরোধে অবশেষে আজ শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নার্স, চিকিৎসক, সহকারী স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ ও সেনাসদস্য এবং সাংবাদিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মুখসারির কোভিড যোদ্ধাদের মধ্য থেকে ২০ থেকে ২৫ জনকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া ঢাকার পাঁচটি কেন্দ্রে টিকা দেয়া হবে ২৮ জানুয়ারি, বৃহস্পতিবার। এসব কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্মসূচি পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল তৈরি, স্থান নির্ধারণ ও প্রাথমিক তালিকা প্রণয়নের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বিএসএমএমইউ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দেশব্যাপী করোনার টিকা দেয়া। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা জানান। বুধবার প্রথমে ৫ জন ও পরে নগরীর আরো ৪টি হাসপাতালে ২০ জনকে এ টিকা দেওয়া হবে। পাশাপাশি চালু করা হবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন কার্যক্রম।
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সমালোচনাও করেন স্বাস্থ্যমন্ত্রী।