সাইকোহেলথ নিউজ ডেস্ক
কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে নতুন করে নিবন্ধনের মাধ্যমে টিকা নেয়ার সুবিধা আপাতত বন্ধ হলো। টিকার ঘাটতি থাকায় এর আগে, গত ২৬ এপ্রিল প্রথম ডোজ দেয়া বন্ধ করে দেয়া হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাকসিন সংকটের কারণে আপাতত নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। প্রথম ডোজ বন্ধ করে দেয়ার পরও বর্তমানে প্রায় ১৪ লাখ ভ্যাকসিনের ঘাটতি রয়েছে বলে জানান তারা।
প্রথম ডোজের ভ্যাকসিন দেয়া আবারো শুরু হলে নিবন্ধনও চালু হবে। তবে এ সময়ের মধ্যে বাকি ভ্যাকসিনগুলো দিতে থাকবে টিকাদান কেন্দ্র।
গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ভ্যাকসিনের প্রথম ডোজ নেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। আর মঙ্গলবার পর্যন্ত দ্বিতীয় ডোজ নেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন।
দু’টি মিলিয়ে দেয়া হয়েছে মোট ৮৯ লাখ ২৬ হাজার ৪৬৬ ডোজ ভ্যাকসিন।