সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে করোনাভাইরাস শনাক্তের ৯৮ শতাংশ ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। সারাদেশ থেকে তিনশো কোভিড পজেটিভ রোগির নমুনার জিনোম সিকোয়েন্স করে এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুধু একজনের শরীরে পাওয়া গেছে নাইজেরিয়ান ভেরিয়েন্ট।
বাংলাদেশে সংক্রমিত করোনা ভাইরাসের চরিত্র বিশ্লেষণ এবং অন্যান্য দেশের করোনা ভাইরাসের সাথে এর সম্পর্ক বের করতে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত এক মাসে দেশের সব বিভাগ থেকে সংগ্রহ করা হয় নমুনা। জেনেটিক্স এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডাক্তার লায়লা আনজুমান বানুর নেতৃত্বে এই গবেষণা করে বিএসএমএমইউ।
ভবিষ্যতে রোগ নির্ণয় ও চিকিৎসায় এই জিনোম সিকোয়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি জাতীয় ডাটাবেজ তৈরীর ওপরও জোর দেন তিনি।
ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত ক্যান্সারসহ জটিল রোগীদের উপর টিকার কার্যকারিতা নিয়ে একটি গবেষণা চলছে বলেও জানান গবেষকরা।