দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬০, শনাক্ত ১,৪৫২

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। মৃতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ২৩ জন মহিলা। এ নিয়ে করোনাভাইরাসে মোট প্রাণ হারালেন ১১ হাজার ৫১০ জন।

একদিনের ব্যবধানে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। সবশেষ একদিনে ১৫ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৬১ শতাংশ। দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন। নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন।