সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা) একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ২৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৮ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে।
এ নিয়ে নতুন বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হলো। অন্য দুজনের মৃত্যুও ঢাকারতিনটি হাসপাতালে হয়েছে।
নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪৮৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি ২৪৪ জন এবং ঢাকার বাইরে ২৩৯ জন।
নতুন বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ২৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৮ জন ও ঢাকার বাইরে ১৯২ জন।
অন্যদিকে ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১৫৬ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ৩৭৬ জন রয়েছে।