সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে ৮ এপ্রিল বৃহস্পতিবার। একই সময়ে প্রথম ডোজ দেয়াও চলতে থাকবে। ‘এসএমএস’র মাধ্যমে দ্বিতীয় ডোজ নেয়ার সময়সূচি জানিয়ে দেয়া হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
বেশিরভাগ টিকাগ্রহীতাকেই প্রথম ডোজ নেয়ার সময় দ্বিতীয়টি নেয়ার সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে। এর আগে বলা হয়েছিল, টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হলে প্রথম ডোজের কার্যক্রম সাময়িক স্থগিত থাকবে।
পরবর্তীতে এই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ডোজের টিকাদান কর্মসূচি অব্যাহতভাবে চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইপিআই) অধ্যাপক ডা. শামছুল হক এই তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।
গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন মোট ২৬ জনকে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন দিয়ে দেশে করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই টিকা উৎপাদন করছে ভারতের পুনে রাজ্যের সেরাম ইনস্টিটিউট।