করোনায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মত্যু ১০৮

করোনাভাইরাস, করোনা সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছে ১০৮ জন। এখন পর্যন্ত এটি করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। বেড়েছে পরীক্ষার বিপরীতে আক্রান্তের হারও। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে আবারও করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একশ’ পেরোলো। গত ১৯ এপ্রিল মারা গিয়েছিলেন ১১২ জন। এরপর কমতে শুরু করেছিল মৃত্যুর সংখ্যা। ২৬ মে এই সংখ্যা নেমে আসে ১৭ জনে। কিন্ত জুনের শুরু থেকে আবারও বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে মৃতের দিক দিয়ে সবচেয়ে খারপ অবস্থায় আছে খুলনা বিভাগ। একদিনে সেখানে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়। এছাড়া ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ২৩ জন, রংপুরে ১০ জন আর রাজশাহীতে প্রাণ হারিয়েছেন ১৬ জন।

দ্বিতীয় ঢেউয়ে দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছিলেন। সেটি ছিলো এপ্রিলের ৭ তারিখ। ১৫ মে তা ২৬১ জনে নেমে আসে। জুনের প্রথম সপ্তাহে আইইডিসিআর দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্টের সামাজিক বিস্তৃতি হয়েছে বলে জানায়।

ফলে আবারও বাড়তে থাকে আক্রান্তের হার। শেষ ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২১.২২ শতাংশে।

এ নিয়ে দেশে মোট প্রায় ৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন মোট ১৩ হাজার ৯৭৬ জন।