দরিদ্রদের ব্যাংক অ্যাকাউন্টে প্রণোদনার টাকা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসের প্রভাবে কাজ হারানো দরিদ্র মানুষের তালিকা করে তাদের ব্যাংক হিসাবে নগদ টাকা পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিরূপ আর্থিক প্রভাব কাটিয়ে উঠতে এবার তিন বছর মেয়াদে প্রণোদনাসহ নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। বাংলা নববর্ষকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে করোনা আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করা চিকিৎসকদের জন্য ১০০ কোটি টাকার বিশেষ সম্মানী দেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

গণভবনের উঠোনে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের পাশে আছে, সাহসের সঙ্গে সবাইকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এখন পর্যন্ত তিন দফায় ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

তবে অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী ক্ষতি কাটিয়ে উঠতে এবার নতুন পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। তিনি বলেন, চলতি অর্থ বছরের বাকি তিন মাস, আগামী অর্থ বছর এবং পরবর্তী তিন বছরের জন্য সরকার চারটি বড় কাজ বাস্তবায়ন করবে।

জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আগে ঘোষিত স্বাস্থ্য বীমার বাইরে তিনি তাদেরকে বিশেষ সম্মানী দেয়ার কথাও বলেন।

দুস্থ মানুষের সহায়তায় বিত্তবানদের আরো বেশি করে এগিয়ে আসার আহবান জানান তিনি। পাশাপাশি ত্রাণ বিতরণে প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছো জানিয়ে তিনি আবারো সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন।

সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি কর্মচারি, সংবাদকর্মী এবং করোনয় মৃতদরে দাফন ও সৎকারে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।