ঈদের আগেই ৩৫ লাখ পরিবারকে টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ঈদের আগেই এবারও হতদরিদ্র ৩৫ লাখ পরিবারকে মোবাইলে টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর তালিকাভুক্ত পরিবারকে দেয়া হবে এই অর্থ।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত জনজীবন। লকডাউনে সর্বত্র কঠোর সতর্কতা। করোনার ভয়াল থাবায় কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানসহ সব খাতে অনিশ্চিত জীবনযাপন করছে দেশের মানুষ।

এ অবস্থা থেকে উত্তরণে কর্মহীন মানুষের জীবন ও জীবিকা সংরক্ষণে সারাদেশে মানবিক সহায়তায় কাজ করছে সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

তথ্য প্রযুক্তির মাধ্যমে চিহ্নিতদের মোবাইল ব্যাংকিং অ্যকাউন্টে এ অর্থ পৌঁছে যাবে ঈদের আগেই। রোববার সরকার প্রধানের হাত ধরেই এ কার্যক্রমের উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

এছাড়া জেলা প্রশাসকদের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সহায়তাসহ সব ধরনের সামাজিক নিরাপত্তা কার্যক্রম চলমান রেখেছে সরকার। অসহায় যে কেউ ৩৩৩ নম্বরে ফোন দিলে স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

করোনার কারণে কর্মহীন মানুষের কাছে মানবিক সহায়তা পৌছে দিতে নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিন্ম আয়ের মানুষের পাশে থেকে সরকারের এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব।