প্রতিবন্ধীরাও জানতে পারবে দেশের প্রকৃত ইতিহাস- প্রধানমন্ত্রী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ব্রেইলি সংস্করণ বের হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) এর গণভবনে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ব্রেইলি সংস্করণ বের হওয়ায় এখন থেকে প্রতিবন্ধীরাও প্রকৃত ইতিহাস জানার সুযোগ পাবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইলি সংস্করণ প্রকাশের মাধ্যমে জাতি ইতিহাস বিকৃতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যখনই ক্ষমতায় এসেছে, তখনই বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে।

ব্রেইলি হলো প্রধানতঃ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ লিখন পদ্ধতি, যার মাধ্যমে আঙ্গুলের স্পর্শে পড়তে পারেন তারা।