সাইকোহেলথ নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ করেই করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলায় অংশ নেয়ার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্টেডিয়াম সাজে নতুন রূপে। ক্রিকেট, ফুটবল, হকিসহ বেশ কিছু খেলা আগে শুরু হলেও বৃহস্পতিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশের সবচেয়ে বড় এই আসর থেকে যেন ভাল মানের খেলোয়াড় তৈরি হতে পারে, সেদিকে নজর রাখার তাগিদ দেন শেখ হাসিনা। প্রতি চার বছর পরপর আয়োজনের কথা থাকলেও নানা কারণে ঠিক আট বছর পর আয়োজিত হচ্ছে বাংলাদেশ গেমস।
তবে আগামীতে নিয়মিত এই প্রতিযোগিতা আয়োজনের কথা জানান আয়োজকরা। উদ্বোধন ঘোষণার পর বর্ণিল হয়ে ওঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এবারের আসরে ৩১ বিভাগের মোট ৩৭৮টি ইভেন্টে অংশ নিচ্ছেন ৫ হাজার ৩০০ জন ক্রীড়াবিদ। তাদের জন্য প্রস্তুত রয়েছে ১২৭১টি পদক।
বাংলাদেশের অলিম্পিক খ্যাত এই গেমসের উন্মাদনা ছড়িয়ে দিতে দেশের সাত বিভাগের ২৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিভিন্ন ইভেন্ট।