সাইকোহেলথ নিউজ ডেস্ক
সৌদি সরকারের অনুমতিক্রমে হিজরি ১৪৪৩ সনে বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা মহামারির কারণে এতদিন বন্ধ ছিল ওমরাহ ভিসা। সম্প্রতি এই নিষেধাজ্ঞা শিথিল করে সৌদি আরব।
তবে মুসল্লিদের জন্য দুই ডোজ টিকা নেয়াসহ বেশ কিছু শর্ত দেয়া হয়। এছাড়া এবার ১৮ বছরের নিচে কেউ ওমরাহ পালন করতে পারবেন না।
এর আগে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, ৯ আগস্ট থেকে ওমরায় ধাপে ধাপে বিদেশ থেকে আসা যাত্রীদের অনুমতির সংখ্যা বাড়াবে। প্রতিদিন ৬০ হাজার এবং প্রতি মাসে ২ লাখ মানুষ ওমরাহ করতে পারবেন। ১৮ বছরের নিচে কেউ ওমরাহ করতে পারবেন না।