বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লো ২,৩৪৯ কোটি টাকা; উন্নয়নে নতুন পরিকল্পনা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ২৫ হাজার ৭৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বাজেট প্রস্তাব করেন। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ২৩ হাজার ৩৮৩ কোটি টাকা। আসন্ন অর্থবছরে স্বাস্থ্য খাতে তাই বরাদ্দ বাড়ছে ২ হাজার ৩৪৯ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা পেশ করা হয়। এতে বলা হয়, মানসম্মত স্বাস্থ্য, পুষ্টি এবং সবার জন্য স্বাস্থ্য ও গুণগত পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার মাধ্যমে সুস্থ-সবল ও কর্মক্ষম সমাজ গড়ার কাজ করছে সরকার।

এ খাতের উন্নয়নে প্রস্তাবিত বাজেটের নতুন ও উল্লেখযোগ্য উদ্যোগগুলো হলো-

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন ও সম্প্রসারণ, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সকল জেলা সদর হাসপাতালে নেফ্রলজি ইউনিট ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন এবং বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপন।
  • বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক হাজার শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতালে আধুনিকায়ন। বিশ্বমানের বোনম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট স্থাপন এবং সান্ধ্যকালীন স্বাস্থ্যসেবা ভবন নির্মাণ। সেবা পরিধি বৃদ্ধির লক্ষ্যে অতিথি ভবন নির্মাণ ও প্রযুক্তি সম্প্রসারণ।
  • হবিগঞ্জ, নীলফামারী, নেত্রকোনা, মাগুরা ও নওগাঁয় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হোস্টেল নির্মাণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন এবং বিভাগীয় হাসপাতালে শিশু কার্ডিয়াক ইউনিট স্থাপন করা হবে।
  • সরকারি হাসপাতালগুলোতে ৯ হাজার ৭৯২ জন মেডিকেল অফিসার নিয়োগের উদ্যোগ।
  • অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসহ সামাজিক সুবিধা নিশ্চিত করা। বিশেষায়িত প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা।
  • নার্সিং শিক্ষা সম্প্রসারণে তিনটি নার্সিং কলেজ ও পাঁচটি নার্সিং বয়েজ হোস্টেল স্থাপন।
  • ভ্রাম্যমাণ গবেষণাগার, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য গবেষণা কেন্দ্র স্থাপন ও ফলিত শিল্প গবেষণা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা। দেশের ৮টি মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিউক্লিয়ার মেডিসিন অ্যাপ্লাইড সাইন্স ইনস্টিটিউট স্থাপন। বিদ্যমান ছয়টি ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করা।
  • সরকারের এই অভূতপূর্ব সাফল্যে বিশ্বব্যাংকের সর্বশেষ হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে ১৫৭টি দেশের মধ্যে ১০৬তমতে উঠে এসেছে বাংলাদেশ। এই অগ্রযাত্রা অব্যাহত রাখা।