সাইকোহেলথ নিউজ ডেস্ক
বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো এখনো করোনাভাইরাসের টিকা পায়নি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। একে স্পষ্টত সমস্যা বলেও চিহ্নিত করেন তিনি। ডব্লিউএইচও’র মহাপরিচালক গেব্রেয়াসুস বলেন, ‘টিকার বেশির ভাগ সরবরাহ ধনী দেশগুলোর কাছে’।
এ অবস্থায় ‘কোভ্যাক্সের’ মাধ্যমে নায্যতার ভিত্তিতে সব দেশের টিকা পাওয়া নিশ্চিত করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও বলছে, ৯২টি উন্নয়নশীল দেশ, যাদের টিকা কেনার সামর্থ্য কম বা একেবারে নেই, তাদের সহায়তা দিতে এ সপ্তাহের শুরুতে ৬০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে কোভ্যাক্স। ৭০০ কোটি ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য তাদের।
এখন পর্যন্ত ফাইজার, বায়োএনটেক, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে টিকা পাওয়ার তালিকায় সামনে রয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইসরায়েলসহ ধনী দেশগুলো। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোয় অনেক দেশেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে।
আধানম বলেন, সংক্রমণ বৃদ্ধি রোধে লোকজনকে কারোনাকালীন বিধিনিষেধগুলো ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। তিনি বলেন, কিছু দেশে এই ভাইরাস বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। সমস্যা হলো, এসব মেনে না চলাটা অভ্যাসে পরিণত হচ্ছে।