গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে জাতির এই সূর্য সন্তানকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
বিশিষ্টজনেরা বলেন, রণাঙ্গনের ৪ নম্বর সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দত্তের চলে যাওয়া একন অপূরণীয় ক্ষতি। বাবার প্রতি দেশের মানুষের এত শ্রদ্ধা ও ভালবাসা দেখে অভিভূত হন তাঁর চার সন্তান।
ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সি আর দত্তের মরদেহ নেয়া হয় সবুজবাগ বরদেশ্বরী মহাশ্মশানে। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়। দেয়া হয় গান স্যালুট।
সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।