খবর বিবিসি’র
যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন রূপান্তরিত রূপ ‘ডেল্টা প্লাস’ সাধারণ ডেল্টার চেয়ে আরও সহজে ছড়াতে পারে। শনিবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) এ ভ্যরিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন’ ক্যাটাগরিতে রেখেছে। তবে এটি ডেল্টার চেয়ে গুরুতর অসুস্থতা তৈরি করে কি না, সে বিষয়ে এখনও কোনো প্রমাণ নেই তাদের কাছে।
যুক্তরাজ্যে এখনও আগের ডেল্টা ভ্যারিয়েন্টেই বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। তবে ‘ডেল্টা প্লাসে’ আক্রান্ত হওয়ার হার ক্রমেই বাড়ছে। সবশেষ সরকারি তথ্য থেকে জানা যায়, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া কোভিড রোগীদের ৬ শতাংশ এ ভ্যারিয়েন্টে আক্রান্ত।
বিজ্ঞানীরা মনে করেছেন, বর্তমানে যেসব টিকা আছে, সেগুলো নতুন এ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। তবে এ ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যে কোভিড সংক্রমণ ডেল্টার চেয়েও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝুঁকির স্তর অনুসারে ভ্যারিয়েন্টের জন্য নির্ধারিত সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন।’ ডেল্টা প্লাসকে এখনও ওই ক্যাটাগরিতে ফেলা হয়নি।
যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র ও ডেনমার্কে এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।