ভারতে ‘ব্ল্যাক ফাঙ্গাশ’ রোগকে মহামারী ঘোষণা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা পরবর্তী চোখের ‘ব্ল্যাক ফাঙ্গাশ’ রোগকে মহামারী ঘোষণা করেছে ভারত। এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাজ্যগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এপিডেমিক ডিজিজেস আইনে যেন ব্ল্যাক ফাঙ্গাশকে মহামারী রোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এর ফলে এই রোগে আক্রান্ত ও সন্দেহভাজন ব্যক্তির তথ্য জানাতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে। ব্ল্যাক ফাঙ্গাশ বা মিউকরমাইকোসিস বিরল রোগ হলেও ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তি এতে আক্রান্ত হচ্ছেন।

বলা হচ্ছে, এই রোগে মানুষের মৃত্যুও হতে পারে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে এর সংক্রমণ ধরা পড়েছে। বিশেষ করে যারা স্টেরয়েড থেরাপি নিচ্ছেন এবং যাদের ব্ল্যাড সুগার অনিয়ন্ত্রিত, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন মিউকরমাইকোসিসে।

কেবল মহারাষ্ট্রেই এই রোগে আক্রান্ত হয়েছে দেড় হাজার মানুষ। মারা গেছে অন্তত ৯০ জন।