সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত এক রোগী মারা গেছে। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, আইসোলেশনে থাকা ভারত ফেরত ছয়জনের একজন তিনি। তাঁর ক্যান্সারসহ অন্যান্য শারীরিক জটিলতা ছিলো বলেও উল্লেখ করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
এর আগে, গতকাল যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ভারত ফেরত রোগীর মৃত্যু হয় বলে জানান আমাদের প্রতিনিধি। বিমল চন্দ্র দে নামে ৬০ বছর বয়সী এই ক্যান্সার রোগী উপশহরের একটি হোটেলে মারা যান।
বিমলের বাড়ি শরীয়তপুরের পালং এলাকায়। পরে পিসিআর টেস্টের জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।