সাইকোহেলথ নিউজ ডেস্ক
একযোগে অর্ধশত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জুন বৃহস্পতিবার তিনি এ সব স্থাপনা উদ্বোধন করেন। নিজস্ব পরিকল্পনায় বড় বাজেটে প্রথমবারের মতো এতগুলো ধর্মীয় অবকাঠামো নির্মাণ করলেন প্রধানমন্ত্রী।
আরব বিশ্বের আদলে নির্মিত দৃষ্টিনন্দন এসব স্থাপনায় রয়েছে নারী ও পুরুষ এবং প্রতিবন্ধী মুসল্লিদের জন্য আলাদা টয়লেট ও ওজুখানাসহ নামাজের পৃথক ব্যবস্থা। রয়েছে লাইব্রেরি, বই বিক্রয় কেন্দ্র, অটিজম কর্নার, ইমাম প্রশিক্ষণ সেন্টার, হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা।
দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে মডেল মসজিদে।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করার কথা রয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭২২ কোটি টাকা। এর মধ্যে এখন পর্যন্ত ৩০টি জেলার ৫০টি উপজেলা সদরে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক নজিবুর রহমান।
চলতি অর্থবছরে আরও একশ’ মসজিদ নির্মাণ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি। প্রকল্প অনুযায়ী ’এ’ ক্যাটাগরিতে জেলা ও মহানগর পর্যায়ে ৬৯টি, ‘বি’ ক্যাটাগরিতে উপজেলা সদরে ৪৭৫টি এবং ‘সি’ ক্যাটাগরিতে উপকূলীয় এলাকায় ১৬টি মডেল মসজিদ নির্মাণ করা হবে।