সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। রাতেই তারাবিহ আর ভোররাতে সেহরির খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস। রমজান মাসের ২৭তম রাত বা ৯ মে রোববার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ১৫ মিনিট। বুধবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ২৩ মিনিট।
মুসলমানদের কাছে রমজান মাস সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (মুক্তি), এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।
এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদর বা কদরের রাত। রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের লকডাউন নির্দেশনা অনুযায়ী, মসজিদে তারাবিসহ প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন।















