সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৮শ’ ৩২। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩শ’ ৬০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬শ’ ১৫ জনের। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪২ হাজার ৬শ’ ৭১।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় হওয়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ১২ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩শ’ ৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯শ’ ৬৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৭২ শতাংশ আর মৃত্যুর হার দেড় শতাংশ।
একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৪ জন এবং সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন।