ভারতীয় ভ্যারিয়েন্ট: কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরে পজেটিভ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

যশোর ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে ভারত ফেরত এক দম্পতির করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, ভারত সফর শেষে গত ২৯ এপ্রিল দেশে ফিরেছিলেন ঐ দম্পতি।

এরপর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে ১৩ মে বাড়ি ফেরেন তারা। কিন্তু অচিরেই তাদের করোনা উপসর্গ দেখা দেয়। ১৬ মে ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রিপোর্টে তাদের পজিটিভ আসে।

ওই দম্পতিকে এখন যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ঝিনাইদহে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের মেয়াদ শেষের দিনে ভারত ফেরত চারজনের করোনা পজিটিভ এসেছে। তাদেরকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগামীকাল এই চারজনের পুনরায় নমুনা পরীক্ষা করা হবে। কর্মকর্তারা জানান, কোয়ারেন্টিনে থাকা মোট ১১৮ জনের ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ পূর্ণ হলে ঝিনাইদহ ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মিথিলা ইসলাম সাংবাদিকদের এ সব কথা জানান।

ভারত থেকে ফেরার পর স্থানীয় পিটিআই আবাসিক হোস্টেলে এই ১১৮ জনের কোয়ান্টিনে থাকার ব্যবস্থা করা হয়।