সাইকোহেলথ নিউজ ডেস্ক
স্বাস্থ্যবিধি মানায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি আরো জানান, দেশে অচিরেই করোনা ভ্যাকসিন আসবে। প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে জনগণের সেবক হিসেবে কাজ করছে তাঁর সরকার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরেই জাতির উদ্দেশে দেয়া ভাষণে বঙ্গবন্ধু দেশ পরিচালনার যেসব নির্দেশনা দিয়েছিলেন, তা আজও দেশের জন্য প্রযোজ্য বলে জানান তিনি।
জাতির পিতার প্রতিটি নির্দেশনা নতুন প্রজন্ম ও রাজনৈতিক নেতাদের অনুসরণ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করার চক্রান্ত করেছিল, তারাই আজ ব্যর্থ।
স্বাধীনতা বিরোধীদের সমালোচনার পাশাপাশি পিতার দেখানো পথে সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আবারো ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি। একই সাথে গৃহহীনদের বিনামূল্যে ঘর করে দেওয়ারও অঙ্গীকার করেন সরকার প্রধান।