সাইকোহেলথ নিউজ ডেস্ক
৫৫ বছরের ওপরে সবাইকে পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিন দেয়ার জন্য ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছ বলেও জানান তিনি। সচিবালয়ে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এ লক্ষ্যে একটি অ্যাপস তৈরি করা হয়েছে।
করোনাভাইরাসের ভ্যাকসিন কারা আগে পাবে, কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে, এসব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়মিত সভা চলছে। এমনই এক সভা শেষে মন্ত্রী জানান, বেসরকারি খাতে ভ্যাকসিন এনে তা প্রয়াগের জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। ভ্যাকসিন বিষয়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল।
প্রতিদিন ১০০ থেকে ১৫০ জনকে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কোভ্যাক্সের ভ্যাকসিন আনতে পারলে প্রায় ৫ কোটি লোককে দেয়া সম্ভব হবে বলেও মনে করেন তিনি। আগামী ২৫ জানুয়ারি ভ্যাকসিনের প্রথম চালান দেশে আসার কথা রয়েছে।