বিধবা, বয়স্ক, স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধীরা মোবাইলেই পেয়ে যাবেন সরকারি ভাতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

কোন মাধ্যম ছাড়া সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে যাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সরকারি ভাতা ও উপবৃত্তির টাকা। এ লক্ষ্যে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

এ সময় শুধু ভাতার ওপর নির্ভর না করে, কর্মক্ষমদের সামর্থ্য অনুসারে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিধবা, বয়স্ক,স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ছাড়াও আরো এক লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে তাদের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশে ভাতা গ্রহিতার সংখ্যা প্রায় ৯০ লাখ। ভাতার টাকা সরাসরি যেন সুবিধাভোগীরাই পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। উপকারভোগীদের কেউ যাতে নিজেদের বোঝা মনে না করেন, সেজন্য বসে না থেকে স্বাবলম্বীর হওয়ার পরামর্শও দেন তিনি।

করোনায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হলেও চলতি বছরের মধ্যেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।