সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। সারাদেশে মোট ৩৬ হাজার ৮৫০ নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৬৫১ জনের দেহে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। এর আগে গত ৬ জুলাই সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৮৯ হাজার ২১৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৯৯ জনের। এতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৭৯২। গত বুধবার (৭ জুলাই) দেশে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে আরো বলা হয়, মৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ৬৬ জন নারী। বয়সের হিসাবে এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী দু’জন, ২০ বছরের বেশি বয়সী নয়জন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব ২৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৭ জন এবং ষাটোর্ধ্ব ১০৭ জন ছিলেন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ৬৫ জন, চট্টগ্রামের ৩৭ জন, রাজশাহীর ১৫ জন, খুলনার ৫৫ জন, বরিশালের তিনজন, সিলেটের পাঁচজন, রংপুরের নয়জন এবং ময়মনসিংহ বিভাগের ১০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৫৬ হাজার ৩৪৬ জনে। শনাক্তের হার ৩১.৬২ শতাংশ।