সাইকোহেলথ নিউজ ডেস্ক
সরকারের আর্থিক সহায়তা পেতে যাচ্ছে দেশের করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবার। এর মধ্যে নিম্ন আয়ের পরিবার পাবে আড়াই হাজার টাকা করে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার পাবে ৫ হাজার টাকা করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই আর্থিক সহায়তা বাবদ সরকারের ব্যয় হবে ৯৩০ কোটি টাকা।
২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় তহবিল’ থেকে এই অর্থ ব্যয় করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
এর আওতায় রয়েছে করোনা মহামারী পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ কৃষক পরিবার।
গত ৪ এপ্রিল শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে দেশের ৩৬টি জেলার ১০ হাজার ৩০১ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ এবং ৫৯ হাজার ৩২৬ হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে এক লাখ কৃষক সরাসরি ক্ষতির মুখে পড়েছেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুপারিশে উঠে আসে।
এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা (নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর) প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। এর আগে ২০১৯-২০ অর্থবছরে মুজিববর্ষে করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩৫ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয় সরকার।
গত ১২ মে জিটুপি পদ্ধতিতে সরাসরি ক্ষতিগ্রস্তদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।