করোনায় সারাদেশে এবার মৃত্যু ৮৫, শনাক্ত ৫,৭২৭

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরো ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৩০ জন মহিলা। এর মধ্যে ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ জন আর ষাটোর্ধ্ব ৪৬ জন। ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ৩৬ জন। এছাড়া ঢাকায় ১৯ জন আর রাজশাহীতে ১৮ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারাদেশে গত একদিনে ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০.২৭ শতাংশ।

এদিকে, ঢাকার আশাপাশের সংক্রমণ কমানো না গেলে রাজধানীর করোনা পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করতে পারে।