সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনার চিকিৎসায় হাসপাতালে টানা তিনরাত কাটানোর পর নাটকীয়ভাবে হোয়াইট হাউজে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকে আচমকা বেরিয়ে সবাইকে চমকে দেন তিনি। স্যুটেড, বুটেড অবস্থায় বেশ চকচকে আর সতেজই মনে হচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও গাড়িতে ওঠার ফাঁকে নিজের সেই শক্তি-সামর্থ্য জানান দিতে ভোলেননি তিনি।
হোয়াইট হাউজের ট্রুম্যান ব্যালকনিতে পৌঁছেই মুখ থেকে মাস্ক খুলে পকেটে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। মিলিটারি স্যালুটে বিদায় জানান, বহনকারী হেলিকপ্টারকে। এর আগে, ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আগের চেয়ে অনেক ভাল বোধ করছেন তিনি। আহ্বান জানান, করোনাভাইরাসে আতঙ্কিত না হওয়ার। শিগগিরই প্রচারণায় ফিরবেন বলেও জানান ট্রাম্প।
চিকিৎসকরা জানিয়েছেন, হোয়াইট হাউজের ভেতরে থেকেই চিকিৎসা নিতে পারবেন প্রেসিডেন্ট। এর আগে হাসপাতালে ট্রাম্পের শরীরের অক্সিজেন লেভেল কমে যায় অন্তত দু’বার। তাকে দেয়া হয় রেমডেসিভিরসহ নানা পদের ওষুধ।