সাইকোহেলথ নিউজ ডেস্ক
সারাদেশে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কমপক্ষে ৯৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসেবে, ৯৭৫টির মধ্যে ২০৮টি গণধর্ষণ।
৪৩টি ক্ষেত্রে ধর্ষিতাকে হত্যা করা হয়েছে আর ১২টি ক্ষেত্রে ধর্ষণের পর আত্মহত্যায় বাধ্য হয়েছেন ধর্ষিতা। নিজেদের সূত্র, অনলাইন সংবাদ মাধ্যম এবং দৈনিক সংবাদপত্র থেকে সংগৃহীত তথ্য নিয়ে এই সংখ্যাতাত্ত্বিক প্রতিবেদন তৈরি করেছে মানবাধিকার সংস্থাটি।
আইন ও সালিশ কেন্দ্র বলছে, ধর্ষণের বাইরে ১৬১ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছে গেল ৯ মাসে। এর মধ্যে হয়রানির প্রতিবাদ করতে গিয়ে মারা গেছেন ৩ জন নারী ও ৯ জন পুরুষ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৯ মাসে সারাদেশে ক্রসফায়ার আর পুলিশ হেফাজতে মারা গেছে ২১৬ জন। এছাড়া দেশের বিভিন্ন জেলখানায় অসুস্থতায় মারা গেছে ৫৮ জন।