সাইকোহেলথ নিউজ ডেস্ক
যুক্তরাজ্যের এমআরসিপি পরীক্ষার ফলাফলে সারাবিশ্বকে পেছনে ফেলে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণ চিকিৎসক মাহমুদুল হক জেসি। মোট এক হাজার নম্বরের এই পরীক্ষায় ৯০৬ পেয়ে প্রথম হয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলা হাসপাতালের এই মেডিকেল অফিসার।
কে এই মাহমুদুল
এমআরসিপি পরীক্ষায় যেখানে পাশ করাটাই কষ্টসাধ্য, সেখানে ডা. মাহমুদুল হক জেসির অর্জন ৯০ শতাংশেরও বেশি নম্বর। ঢাকার কেরাণীগঞ্জের এই মেধাবী শিক্ষার্থী এইচএসসি’র পর ভর্তি হয়েছিলেন বুয়েটের ত্রিপল-ইতে। কিন্তু যান্ত্রিক পড়াশোনায় মন টেকেনি তাঁর। এরপর মাত্র দুই মাসের প্রস্তুতিতে মেডিকেলের মেধা তালিকায় ২৯তম হন মাহমুদুল।
ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস শেষে সেখানেই ইন্টার্নশিপ করেন তিনি। ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গতবছর শরীয়তপুরের জাজিরায় মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন ডাক্তার মাহমুদুল। কাজের কারণে পরিচিত গণ্ডির বাইরে থাকলেও বিশ্ব থেকে ছিটকে পড়েননি তিনি।
ডাক্তার জেসি মনে করেন, প্রতিটি ব্যক্তির সক্ষমতা এক নয়। কিন্তু যার যেটুকু আছে, তা নিয়ে লেগে থাকলে সাফল্য নিশ্চিত। ভবিষ্যতে ইংল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ নিতে চান ডাক্তার মাহমুদুল হক জেসি। এরপর দেশে ফিরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় এই মেধাবী চিকিৎসকের।